সিএমপির ৫ থানায় ওসি পদে রদবদল

0

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের কথা জানানো হয়।

আদেশে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনকে ডবলমুরিং থানায়, বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনকে কোতোয়ালী থানায়, চকবাজার থানার ওসি রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার ওসি আতাউর রহমানকে চকবাজার থানায়, গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানায় এবং ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্যারের এক আদেশে এই পাঁচ থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। এটি নিয়মিত রদবদলের অংশ।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM