সাংবাদিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

চট্টগ্রামের সাংবাদিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। রুটি-রুজির আন্দোলনে সম্মুখসারির যোদ্ধাদের বিরুদ্ধে মামলা দায়ের ‘উদ্দেশ্যপ্রণোদিত’। তবে আদালতের কাছে আমরা ন্যায় বিচার পেয়েছি।

- Advertisement -

দুদকের মামলায় সোমবার (১৮ জানুয়ারি) আদালত সাংবাদিক নেতাদের জামিন বহাল রাখার পর এমন মন্তব্য করেন বিবাদীপক্ষের আইনজীবীরা।

- Advertisement -google news follower

এর আগে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের প্লট নিয়ে দুদকের মামলায় আদালতে হাজির হন সাংবাদিক নেতারা। এরপর জামিন প্রার্থনা করেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান মাহবুব উল আলম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শহীদ উল আলম, যুগ্ম সম্পাদক নির্মল চন্দ্র দাশ, তপতী দাশ, তসলিমা খানম ও হোসনে আরা। মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান আবেদন মঞ্জুর করে সাংবাদিক নেতাদের জামিন বহাল রাখেন।

বিবাদীপক্ষে মামলা পরিচালনা করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট চন্দন দাশ, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দিন, সিনিয়র আইনজীবী একেএম সামশুল ইসলাম (কালাম), অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আইন ও অধিকার সংস্থার সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, অ্যাডভোকেট প্রণব মজুমদার, অ্যাডভোকেট সৈয়দ মো. আবু রাশেদ, অ্যাডভোকেট মো. ওয়াহিদুল ইসলাম সাদী, অ্যাডভোকেট মো. ফোরকানুল ইসলাম, অ্যাডভোকেট যীশু রায় চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দা দিলসাত জাহানসহ অর্ধশতাধিক আইনজীবী।

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM