বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সিএমপির সমন্বয় সভা

0

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) সিএমপির কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি বলেন, ২৩ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ দল চট্টগ্রামে আসবে। আমরা দুটো চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছি। একটি কোভিড এবং অন্যটি নির্বাচন। সব মিলিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আমরা আশা রাখছি সাফল্যের সঙ্গে এই আয়োজন সম্পন্ন করতে পারবো।

তিনি আরও বলেন, করোনার কারণে দর্শক মাঠে থাকবে না। যারা দলে থাকবেন তাদের সাতদিন আগে থেকে কোয়ারেন্টাইন, করোনা টেস্ট করানো হবে। ভেন্যুভিত্তিক নিরাপত্তা ছাড়াও টিমগুলোকে আনা-নেওয়ার ব্যাপারে নিরাপত্তা থাকবে। পুলিশ, র‌্যাব এবং অন্যান্য সংস্থার সদস্যরাও কাজ করবেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM