জঙ্গি আস্তানা থেকে ‍দুই লাশ, গ্রেনেড ও ভারি অস্ত্র উদ্ধার

0

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় জঙ্গি আস্তানা থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চৌধুরী ম্যানসনের জঙ্গি আস্তানা থেকে দুই জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একে ২২ রাইফেল ১টি, তিনটি পিস্তল, ৫টি গ্রেনেড উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক, কেয়ার টেকারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ২৮ সেপ্টেম্বর সোহেল নামে এক ব্যক্তি স্থানীয় মাজহারুল ইসলামের বাড়িটি ভাড়া নেয়। এর আগে বৃহস্পতিবার রাত ১টায় জোরারগঞ্জ থানার সোনা পাহাড় গ্রামের চৌধুরী ম্যানসনে জঙ্গি আস্তানার সন্ধান পায় র‌্যাব।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঢাকা-চট্টগ্রাম রেলপথ সংলগ্ন এলাকায় এক সপ্তাহ আগে বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গিরা বসতি স্থাপন করে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM