হাটহাজারীতে ৫ হাজার মিটার জাল জব্দ

0

হাটহাজারীর হালদা নদী থেকে পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ধলই, ফরহাদাবাদ এবং গুমানমর্দন ইউনিয়নের হালদা নদীর অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

তিনি বলেন, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ এবং ডলফিন রক্ষায় অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, হালদা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। হালদা নদীর মা মাছ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM