লোহাগাড়ায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

0

লোহাগাড়ায় সরোয়ার কবির (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুনবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সারোয়ার ওই এলাকার আহমদ কবিরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শরফুদ্দিন সিকদার জানান, ৬-৭ মাস আগে বিয়ে করেন সারোয়ার। কয়েকমাস আগে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে বুঝতেছি না।

নিহতের পরিবার জানিয়েছে, তিনি একজন টমটমচালক। ঘটনার দিন চিরকুট লিখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে সারোয়ার।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, ফাঁসিতে ঝুলে যুবক নিহত হওয়ার ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল শেষ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত সরোয়ার কবির ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM