ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

0

ফটিকছড়িতে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে আবদুল কাদের (৮০) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুল কাদের দাতঁমারা ইউনিয়নের পশ্চিম বড় বেতুয়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপির শান্তিরহাট বাজারের দক্ষিণ পাশে কালিকুম্ভা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আবদুল কাদের একজন অসহায় মানুষ। তার সন্তান নেই। তিনি ভিক্ষা করে জীবনযাপন করছিলেন।

দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরী বলেন, আব্দুল কাদের চোখে কম দেখতেন, রাস্তা দিয়ে হাঁটার সময় মোটরসাইকেলটি এসে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। আব্দুল কাদেরের দাফনের জন্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।

জয়নিউজ/এসআই
আরও পড়ুন
লোড হচ্ছে...
×