হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয়। দুইজনের বেশি মোটরসাইকেলে আরোহণও নিষিদ্ধ। কিন্তু সড়কে এ চিত্র প্রতিদিনের। নিরাপদ সড়ক দাবিতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের পর এ দৃশ্য সচেতন মহলকে ভাবিয়ে তোলে। সবচেয়ে বেশি হতবাক করে, একজন পিতাই দুই সন্তানকে নিয়ে আইন ভঙ্গ করছেন। নগরের টাইগারপাস মোড় থেকে বৃহস্পতিবার ছবিটি ক্যামেরাবন্দি করেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।