মিরসরাইয়ে ৫ ইটভাটাকে জরিমানা

0

মিরসরাইয়ে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় পাঁচটি ইটভাটাকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) উপজেলার করেরহাট, বড় কমলদহ, মিঠাছড়া, পূর্ব হিঙ্গুলি এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।

অভিযানে মিরসরাইয়ের করেরহাটের মেসার্স রিয়াজুল হাসান ব্রিকসকে ৫ লাখ টাকা, বড় কমলদহ এলাকার মেসার্স এ এম এন ব্রিকসকে ২ লাখ টাকা, মিঠাছড়া এলাকার মেসার্স এস বি কে ব্রিকসকে ২ লাখ টাকা, পূর্ব হিঙ্গুলি এলাকার মেসার্স এম ই এ এস ব্রিকসকে ২ লাখ টাকা ও করেরহাট এলাকার মেসার্স মেহেদী হাসান ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মিরসরাইয়ে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM