মুরাদপুরে ব্যাংক কর্মকর্তা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

নগরের মুরাদপুরে কামরুন নাহার (৩০) নামে এক মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে  মুরাদপুরের গাউছিয়া বাড়ি এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কামরুন নাহার এনআরবি গ্লোবাল ব্যাংকে কর্মরত ছিলেন। অনেকক্ষণ পর্যন্ত দরজা না খোলায়  বাসার মালিক তার খোঁজ নিতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে  উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুন নাহার বাড়ি পটিয়া উপজেলার পশ্চিম ঠেংড়াপাড়া গ্রামে। তিনি হাটহাজারীর এলাকার লায়লা সেন্টারের এনআরবি গ্লোবাল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত আছে বলে জানা যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় কামরুন নাহারকে উদ্ধার চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM