যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভের শঙ্কা

0

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে ফের ট্রাম্প সমর্থকরা সশস্ত্র বিক্ষোভে নামতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের ২০ জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের রাজধানী এবং ওয়াশিংটনে সশস্ত্র গোষ্ঠী জমায়েত হওয়ার পরিকল্পনা করছে।

এদিকে গতকাল সোমবার জো বাইডেন বলেছেন, মার্কিন ক্যাপিটলের বাইরে শপথ নেওয়ার ব্যাপারে তিনি ভয় পান না। তিনি ও কমলা হ্যারিস ধারণা করছেন, ক্যাপিটলের বাইরে শপথ অনুষ্ঠান হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবার ব্যাপকভাবে সতর্ক অবস্থানে রয়েছেন। ৬ জানুয়ারির সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে খেয়াল রাখছেন তারা।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM