ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের এক হাসপাতালে ভয়াবহ আগুনে মারা গেছে ১০ নবজাতক। এছাড়া আরও ১৭ শিশুকে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৯ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

- Advertisement -google news follower

খবরে বলা হয়েছে, শনিবার গভীর রাতে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার এক হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে। আগুনের ঘটনা প্রথমে নজরে আসে কর্মরত এক নার্সের। তিনিই প্রথম হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিট থেকে ধোঁয়া দেখতে পান। এরপর চিৎকার দিয়ে উঠেন এবং বেজে ওঠে ফায়ার অ্যালার্ম।

জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ কান্ডাতে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭ জন নবজাতক ছিল। তাদের মধ্যে ৭ জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।

- Advertisement -islamibank

হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতাল কর্মীদের তৎপরতায় ঘটনাস্থল থেকে ৭ শিশুকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত ওই হাসপাতালে ঠিক কী কারণে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM