জোরারগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ১

0

জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

শুক্রবার (৮ জানুয়ারি) তাকে আটক করা হয়। আটক মো. ইমাম হোসেন (২১) সীতাকুণ্ড থানাধীন বারুলিয়া মাজার এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছারজানান, বারৈয়ারহাট এলাকার এমএম এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ মো. ইমাম হোসেনকে আটক করা হয়েছে। ইমাম হোসেন একজন মাদক ব্যবসায়ী। তিনি ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

ইমাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মো. নূরুল আবছার।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM