চট্টগ্রামে শীতের করোনায় কমছেই না আক্রান্তের হার

চট্টগ্রামে শীতের শুরু থেকেই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। নতুন বছরে টানা ৬দিন মৃত্যুহীন থাকলেও গত বুধবার একজন রোগী মারা যান। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মৃত্যুবরণ করেননি। তবে এখনো উচ্চহারে বাড়ছে করোনা রোগী। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

- Advertisement -

এদিন চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১১৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ২১২ জন।

- Advertisement -google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে ১ হাজার ৮৫৮টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)৭৯০ টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৯১ টি নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৩টি নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১১১ টি নমুনা পরীক্ষায় ১৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৮৭ নমুনা পরীক্ষায় ১০ জনের, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৭৪ টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২১টি নমুনা পরীক্ষায় ২৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ টি নমুনা ১ জন।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫২ টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের মিলেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১০৩ জন এবং উপজেলায় ১৫ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM