মার্কিন কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা, নিহত ৪

0

নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে কংগ্রেসে বসেছিলেন আমেরিকার আইন-প্রণেতারা। এসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক  কংগ্রেসের ভবন ক্যাপিটলে ঢুকে পড়ে।

একপর্যায়ে সমাবেশ অগ্নিগর্ভে রূপ নেয়। এই ঘটনায় চারজন মারা গেছেন বলে জানা গেছে।

ওয়াশিংটন ডিসি’র পুলিশ জানিয়েছে ক্যাপিটল ভবনে হওয়া সহিংসতায় চারজন মারা গেছে। এর আগে পুলিশের গুলিতে এক নারী মারা যান, পরে ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আরো তিনজন মারা যান। বিবিসির লাইভ প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।

এখন পযন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে- যাদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: বিবিসি।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM