হাসপাতাল থেকে বেরিয়ে নিখোঁজ চবি শিক্ষার্থী

0

হাসপাতালে অসুস্থ বাবার দেখাশোনা করে ঘুরতে বেরিয়ে আর খোঁজ মেলেনি এসএম আবরার লাবিব নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর।

নিখোঁজ আবরার চবির ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (৬ জানুয়ারি) নগরের ডবলমুরিং থানায় এনিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লাবিবের খালাতো ভাই মুনতাসির উদ্দিন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল থেকে আবরারের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নগরের চৌমুহনী এলাকায় চাচার বাসায় থেকে পড়াশোনা করছিলেন নিখোঁজ এই শিক্ষার্থী। লাবিবের বাবা করোনাভাইরাস পজিটিভ হওয়ায় দীর্ঘদিন ধরে আগ্রাবাদের মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এতদিন বাবার দেখাশোনা করতে হাসপাতালেই ছিল লাবিব। মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে হাঁটতে বের হয়ে সে আর ফিরে আসেনি।

ডবলমুরিং থানার উপপরিদর্শক এস এম মানিক বলেন, সকালে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM