ফটিকছড়িতে মাদ্রাসায় সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৬

0

ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকায় পশ্চিম নানুপুর দারুস সালাম ঈদগাঁও মাদ্রাসায় সন্ত্রাসীদের হামলায় ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় যুবলীগ নেতা হাসান প্রকাশ পাঠান হাসানের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আহত ও গুলিবিদ্ধদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হোসেন বলেন, আমরা খবর পেয়ে মাদ্রাসা এলাকায় পৌঁছেছি। গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম উপস্থিত রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM