চট্টগ্রামে করোনা: একদিনের ব্যবধানে আক্রান্ত বেড়েছে আড়াইগুণ

চট্টগ্রামে শীতের প্রকোপে উচ্চহারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তবে আশার কথা গেল কয়েকদিন করোনায় কেউ মৃত্যুবরণ করেননি।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করায় আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। যা এর আগের দিনের তুলনায় প্রায় আড়াইগুণ বেশি। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৭৯৩ জন। এদিনও করোনায় কেউ মৃত্যুবরণ করেননি।

- Advertisement -google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭৩টি নমুনা পরীক্ষায় ২৩ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩১৬টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -islamibank

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৩টি নমুনা পরীক্ষায় ৩৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষায় ৩ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল)২৬টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষায় ২১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৪টি নমুনা পরীক্ষায় ১৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষায় ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯২টি নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৮ জন এবং উপজেলায় ২৭ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM