সোনার বাংলা বিনির্মাণ করছেন বঙ্গবন্ধুকন্যা: আ জ ম নাছির

0

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সব উন্নয়ন কর্মকাণ্ড ও গণতন্ত্রের ধারাবাহিকতাকে সমুন্নত রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

খালেদা জিয়া জামায়াতিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন। বাংলার মানুষের কাছে এর জবাব দিতে হবে— যোগ করেন নাছির।

চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রঞ্জুর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আবুল খায়ের বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোজাহেরুল্ ইসলাম চৌধুরী, এস এম আবুল কালাম আজাদ, এ কে এম আনিসুজ্জামান, কে এম ফজলুল হক কাজল, হাজী ইলিয়াস, আবুল মাসুদ, হাজী মুহাম্মদ সেলিম রহমান, মুজিব ইমরান বিপ্লব, বিপ্লব বর্ধন, যুবলীগ নেতা নূরে আলম, ছাত্রলীগ নেতা ইভান প্রমুখ।

জয়নিউজ/এসআই

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM