করোনায় মৃত্যু সাড়ে ৭ হাজার ছাড়াল

দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে সাত হাজার। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ, নারী ১১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৫০৯ জনের।

- Advertisement -

নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৮১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১১ হাজার ২৬১ জনে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮২০ টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৮৮ টি। এখন পর্যন্ত ৩১ লাখ ৯৯ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

- Advertisement -islamibank

শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ নমুনায় ৮ দশমিক ১০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৯৮ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৮ দশমিক ৯১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM