মৃত্যুহীন দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১০৭

0

চট্টগ্রামে শীতের প্রকোপে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১০৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৭২৫ জনে। তবে এদিন করোনায় কেউ মৃত্যুবরণ করেননি।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৫টি ল্যাবে ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৩৩টি নমুনা পরীক্ষায় ১৭ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৬২টি নমুনা পরীক্ষা করে ২৬ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৬টি নমুনা পরীক্ষায় ৯ জনের  করোনা রোগী পাওয়া গেছে।

এছাড়া,  বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষায় ৪৯ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ৮ জন করোনা পজেটিভ হয়েছেন।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯৮ জন এবং উপজেলায় ৯ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM