করোনায় চট্টগ্রামে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

0

নগরে করোনায় আক্রান্ত হয়ে আরো এক পুলিশের সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম জহিরুল ইসলাম (৪৪)। তিনি নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

কনস্টেবল জহিরুলের মৃত্যুতে গভার শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সিএমপি সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর করোনায় সংক্রমিত হন জহিরুল। ওই দিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

জানা যায়, তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সাহাপুরে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শুক্রবার ১১টা  নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে জহিরুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে  পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দাফনের জন্য জহিরুলের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM