আকবরশাহ থেকে অস্ত্রসহ যুবক গ্রেফতার

0

নগরের আকবরশাহ থানার সুপারি বাগান এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ আজি উল্লাহ ওরফে রানা (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রানা ক্ষণবাড়িয়া জেলার সামাদ সরদারের ছেলে। তার বিরুদ্ধে আকবরশাহ, সীতাকুণ্ড ও বায়েজীদ বোস্তামী থানায় ত্রাস সৃষ্টিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল হক জানান, এ ঘটনায় গ্রেফতার রানার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

জয়নিউজ/এসআই
আরও পড়ুন
লোড হচ্ছে...
×