সুবিধাবঞ্চিত শিশুদের ইচ্ছাপূরণ

সমাজের অবহেলিত পিতৃ-মাতৃহীন শিশুরা জীবনের নানা অপূর্ণতার মধ্য দিয়ে বেড়ে ওঠে। তাদেরও ইচ্ছা হয় অন্য সবার মতো মতো বাবা মায়ের হাত ধরে পছন্দের জিনিস কিনতে। কিন্তু বাস্তবতার কষাঘাতে এমন ইচ্ছা কল্পনাতেই থাকে সীমাবদ্ধ।

- Advertisement -

আর সমাজের এমন সুবিধাবঞ্চিত শিশুদের ইচ্ছার পূরণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ “Shop with Cop -খুশির ঝুড়ি হাতে, চলি পুলিশের সাথে” শিরোনামে নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ।

- Advertisement -google news follower

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায়  নগরের গোলপাহাড় মোড়ের স্বপ্ন সুপার শপের সামনে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এদিন সিএমপি উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার বিজয় বসাকের ব্যবস্থাপনায় সিএমপি কমিশনারের হাত ধরে ৬০ জন সুবিধাবঞ্চিত শিশু স্বপ্ন সুপার শপে থেকে তাদের পছন্দের জিনিস ক্রয় করে।

- Advertisement -islamibank

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)  এস এম মোস্তাক আহমদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএমপির উত্তর বিভাগে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের বেতন হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত এসকল শিশুদের ইচ্ছা পূরণের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।এছাড়াও এই উদ্যোগে সহযোগী হিসেবে আছে সুপার শপ স্বপ্ন, রেস্টুরেন্ট বারকোড এবং সেবাধর্মী প্রতিষ্ঠান যাত্রী ছাউনী।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM