পেকুয়ায় সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র উদ্ধার

0

কক্সবাজারের পেকুয়ায় মো. সেলিম উদ্দিন বাহাদুর (৩৩) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের শাহাব উদ্দিন ব্রিকফিল্ডের সামনে থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।

আশিকুর রহমান বলেন, আটক বাহাদুরের স্বীকারোক্তি অনুযায়ী রাত ৩টার দিকে বারবাকিয়া ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় বাহাদুরের মালিকানাধীন ডেকোরেটরের দোকানের ক্যাশ বাক্সের নিচ থেকে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, আটক বাহাদুর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে কুতুবদিয়া ও পেকুয়া থানায় অস্ত্র ও অপহরণ সহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM