পাহাড়ি টিলার মাটি কাটায় লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি টিলা থেকে মাটি কাটার দায়ে ইটভাটার মালিক মশিউর রহমান তারেককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গুইমারা উপজেলার সাইনগুলি পাড়া এলাকায় পাহাড়ি টিলার মাটি কাটার সময় অভিযান চালিয়ে ৩ জন চালকসহ ৩টি পিকআপ জব্দ করা হয়।

- Advertisement -google news follower

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে দায় স্বীকার করলে এক লাখ টাকা জরিমানা নিয়ে আটক ব্যক্তি ও জব্দ হওয়া পিকআপ ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে পাহাড়ি টিলার মাটি কেটে ফোর স্টার ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। ইটভাটার মালিক মশিউর রহমান তারেককে এক লাখ টাকার অর্থদণ্ড ও সর্তক করা হয়।

জয়নিউজ/শ্যামল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM