চট্টগ্রামে করোনা: উচ্চহারে বাড়ছে আক্রান্ত, সঙ্গে মৃত্যুও

চট্টগ্রামে শীতের প্রকোপে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যা উঠানামা করলেও মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরো দুইজন।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭৬টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন আরো ২১৮ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৩৩০ জন।

- Advertisement -google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭৫ নমুনা পরীক্ষায় ২২ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৫৭ নমুনা পরীক্ষায় ৫১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -islamibank

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮৮ নমুনা পরীক্ষায় ৬৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭৬ নমুনা পরীক্ষায় ৯ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩ নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১২ নমুনা পরীক্ষায় ২৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২১ নমুনা পরীক্ষায় ১৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪ নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৮৩ জন এবং উপজেলায় ৩৫ জন

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM