বাইডেনকে জয়ী ঘোষণা

0

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টরাল ভোটেও এবার আনুষ্ঠানিকভাবে জয় পেলেন জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেছেন, মানুষের ইচ্ছার জয় হয়েছে। মার্কিন গণতন্ত্রকে ধাক্কা দেওয়া, পরীক্ষা করা এবং হুমকিতে ফেলা হয়েছিল। তবে স্থিতিশীলতা, সত্য এবং দৃঢ়তা প্রমাণ হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হলো- ইলেক্টরাল ভোটে জয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম অনুসারে ভোটাররা ইলেক্টর নির্বাচনের জন্য ভোট দেন।  নির্বাচনের কয়েক সপ্তাহ পর ইলেক্টররা ভোট দেন। নভেম্বরের নির্বাচনে তিনশ ছয়টি ইলেক্টরাল কলেজ ভোট পান বাইডেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেক্টরাল ভোট।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM