পরিকল্পিতভাবে খুন হয়েছেন সিনহা!

0

টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান  হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে মামলার ৪ মাস পর এই অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম।

এ অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করা হয়েছে। আর হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। মামলায় ১৫ আসামির মধ্যে ১৪ জনই কারাগারে এবং একজন পলাতক রয়েছে।

এদিকে মামলা বাতিল চেয়ে প্রধান আসামি লিয়াকত আলীর আইনজীবীর করা মামলার পূর্ণাঙ্গ শুনানিও আজ হবার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ৩১শে জুলাই কক্সবাজারের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ই আগস্ট সিনহার বোন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে  একটি হত্যা মামলা দায়ের করেন।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM