রামুতে ৪ দোকান ভস্মীভূত

রামুর প্রাণকন্দ্রে চৌমুহনী স্টেশনে এক ভয়াবহ অগ্নকিাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

- Advertisement -[the_ad id="135293"]

শুক্রবার (১১ ডসিম্বের) ভোরে এ অগ্নকিাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -[the_ad id="163563"]

জানা গেছে, একটি গাড়ি পার্টসের দোকানের পেছনে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশরে দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু ও কক্সবাজার ফায়ার র্সাভসিরে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাইছার কামাল শিমুল জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানি না। তবে দোকানের পেছনেই আগুন লেগেছে। এতে তার দোকানরে ১ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

- Advertisement -[the_ad id='163567']

পরে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে যান-রামু উপজলো নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু চৌমুহনী বণকি সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরীসহ অন্যান্যরা।

জয়নিউজ/খালেদ/পিডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ