ফাইজারের টিকা নেবেন রানি এলিজাবেথ

করোনার সংক্রমণ রোধে ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

- Advertisement -

ব্রিটেনের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ফাইজারের টিকা জরুরি অনুমোদন দেয়ার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) থেকে যুক্তরাজ্যে জরুরি ভিত্তিতে নির্দিষ্ট রোগীদের ক্ষেত্রে টিকা প্রয়োগের কথা জানায় বরিস সরকার।

- Advertisement -google news follower

ব্রিটেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, ৯৪ বছর বয়সী রানি এলিজাবেথ ও তার স্বামী ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ ব্রিটেনের প্রবীণ নাগরিক হিসেবে শুরুর দিকেই টিকা পাচ্ছেন। ব্রিটেনের লোকজনকে টিকা নিয়ে উৎসাহ দেওয়ার জন্য রাজপরিবারের জ্যেষ্ঠ ব্যক্তিরা তাদের টিকা দেওয়ার কথা জানাতে পারেন।

তবে বাকিংহাম প্যালেস থেকে এখনো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
ব্রিটেন ইতোমধ্যে ৪ লাখ ডোজ আগাম অর্ডার করেছে। ইতোমধ্যে এর প্রথম চালান দেশটিতে পৌঁছেছে। গত বুধবার ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দেয় যুক্তরাজ্য। প্রবীণ এবং করোনায় ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অগ্রাধিকারের পাবেন।

- Advertisement -islamibank

এদিকে ভারতের কাছে জরুরি ভিত্তিতে কোভিড ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন চেয়েছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। ভারতের ডাগ্রস কন্ট্রোলার জেনারেল কাছে অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি। রোববার (৬ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমের খবরে এ কথা জানানো হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM