৫৮ জনকে জরিমানা করলেন, মাস্কও দিলেন

0

মাস্ক ব্যবহার না করায় নগরে ৫১ মামলায় ৫৮ জনকে মোট ১৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মাস্কও বিতরণ করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

শনিবার (৫ ডিসেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ৩ ভ্রাম্যমাণ আদালত

নাসিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।  তিনি বলেন, করোনার সময় মাস্ক পরা বাধ্যতামূলক হলেও ওই এলাকার ক্রেতা ও বিক্রেতা অনেকেই মাস্ক পরছেন না। আবার মাস্ক মুখের নিচে থাকলেও মুখ খোলা বা বের করা অবস্থায় রয়েছেন অনেকেই।

এ সময় ৮ মামলায় ৮ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্কহীন ১০০ জনের মাঝে ১০০টি মাস্কও বিতরণ করা হয়।

এদিকে গোলপাহাড় মোড়, জিইসি এবং কাজির দেউড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। তিনি ৩০ মামলায় ৩৭ জনকে ১১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড ও পাশাপাশি ২০০ জনের মাঝে মাস্ক বিতরণ করেন।

অন্যদিকে দুপুরে কোতোয়ালী মোড় ও নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। তিনি মাস্ক না পরায় ১৩ মামলায় ১৩ জনকে ১ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড করেন।

জয়নিউজ/এসআই

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM