স্বেচ্ছায় ভাসানচরের পথে যাত্রা করলেন রোহিঙ্গারা

অবশেষে স্বেচ্ছায় রোহিঙ্গাদের একটি দল ভাসানচরে যাচ্ছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে রোহিঙ্গাদের ১০টি বাসে তোলা হয়। এখানে অন্তত ৩০০ রোহিঙ্গা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

এ বিষয়ে সংশ্লিষ্টদের কারো বক্তব্য পাওয়া যায়নি। তাই সঠিক সংখ্যাও জানা যায়নি।

- Advertisement -google news follower

সূত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে যাবেন রোহিঙ্গারা। এরপর সেখান থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর ১৪টি জাহাজ।

নোয়াখালীর হাতিয়ায় ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সংবলিত ঘর নির্মাণ করা হয়েছে। ঝড় জলোচ্ছ্বাস থেকে সুরক্ষায় বিশেষ ব্যবস্থাও রয়েছে। বসবাসের যে ব্যবস্থা করা হয়েছে তা দেখতে গত সেপ্টেম্বরে দুই নারীসহ ৪০ রোহিঙ্গা নেতাকে সেখানে নিয়ে যায় সরকার। তারা ভাসানচরের আবাসন ব্যবস্থা দেখে মুগ্ধ হন। তারা ক্যাম্পে ফিরে অন্যদের ভাসানচরে যেতে উদ্বুদ্ধ করেন রোহিঙ্গাদের।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM