করোনার ভুয়া টিকা নিয়ে ইন্টারপোলে সতর্কতা

করোনার টিকা নিয়ে সতর্কতা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। বুধবার (২ ডিসেম্বর ) সংস্থাটি জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্র মুনাফা হাসিলের জন্য করোনার ভুয়া টিকা বাজারে ছাড়তে পারে।

- Advertisement -

ইন্টারপোল জানিয়েছে, তারা সদস্য ১৯৪টি দেশে বৈশ্বিক সতর্কবার্তা পাঠিয়েছে। এতে দোকানে ও অনলাইনে করোনার ভুয়া টিকা বিক্রির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।

- Advertisement -google news follower

সংস্থার মহাসচিব জারগেন স্টক বলেছেন, সরকারগুলো যখন টিকা আনার প্রস্তুতি নিচ্ছে, সংঘবদ্ধ অপরাধীরা সরবরাহ ব্যবস্থায় হানা বা বাধা দেওয়ার পরিকল্পনা করছে। অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও সুস্থতার মিথ্যা সংবাদ ছড়াতে সন্দেহ করা যায় না, এমন মানুষদের টার্গেট করতে পারে। যা সাধারণ মানুষের প্রাণের ওপর অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM