করোনার হানায় বিপর্যস্ত আলবার্টা

কানাডার আলবার্টায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। আক্রান্ত হয়ে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

- Advertisement -

কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ১৩৯। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ১৩০ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৯৯ হাজার ৯৭২ জন।

- Advertisement -google news follower

আলবার্টার চিফ মেডিকেল অফিসার ডা. ডিনা হিনশা এক সংবাদ সম্মেলনে জানান, নতুন বিধিনিষেধের প্রভাব পড়ার আগে আরও কয়েকদিন করোনা আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে পারে।

এ রাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমণের হার আট শতাংশেরও বেশি ছিল। সোমবারের ফলাফলে ২০ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৭৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যেই কানাডার অর্ধেকেরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে কোভিড-১৯ ভ্যাকসিন।

প্রসঙ্গত, করোনার টিকা পেতে কানাডা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মডার্না, ফাইজার, নোভাভ্যাক্স ও জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তি করেছে। তবে এগুলোর মধ্যে কোন কোম্পানির টিকা আগে পেতে কানাডা আলোচনা করছে, তা জানা যায়নি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM