ফ্রান্সে কৃষ্ণাঙ্গ যুবককে মারধর, বরখাস্ত ৩ পুলিশ

ফ্রান্সে কৃষ্ণাঙ্গ এক যুবককে বিনা কারণে মারধরের অভিযোগে পুলিশের তিন সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

- Advertisement -

রাজধানী প্যারিসে পুলিশ তাকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পুলিশের ওই সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

গত শনিবার কৃষ্ণাঙ্গ ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেসামরিক নাগরিকদের ব্যাপারে ফ্রান্সের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন ওঠে।

জানা গেছে, ভুক্তভোগী ব্যক্তির নাম মাইকেল। পুলিশের তিন কর্মকর্তা তাকে লাথি মারার ভিডিও ভাইরাল হয়েছে। মাস্ক না পরার কারণে তিনি পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন।

- Advertisement -islamibank

এদিকে গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান ম্যাপে কৃষ্ণাঙ্গ নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে একটি টুইট করেছেন।

তাতে কৃষ্ণাঙ্গ এই ফুটবলার লিখেছেন, এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য না। বর্ণবাদকে না বলুন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM