গ্রেগ বারক্লে আইসিসির নতুন চেয়ারম্যান

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লে। এবার চেয়ারম্যান নির্বাচনে ভোটিং হয়েছে দুইবার। প্রথমবারে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ভোট পাননি বারক্লে। তবে দ্বিতীয়বারে প্রোটিয়াদের মাধ্যমেই কাঙ্ক্ষিত ১১টি ভোট পূরণ হয় বারক্লের।

- Advertisement -

নির্বাচনে জয়ী হওয়ার দৌড়ে বারক্লে পেছনে ফেলেছেন পাকিস্তানের ইমরান খাজাকে। গত জুলাইয়ে শশাঙ্ক মনোহারের পদত্যাগের পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ইমরান খাজা।

- Advertisement -google news follower

ইমরান খাজা ও গ্রেগ বারক্লের মধ্যে নির্বাচনের নিয়মে বলা ছিল, ১৬ ভোটের মধ্যে যিনি দুই-তৃতীয়াংশ (১১ ভোট) ভোট পাবেন তিনিই জয়ী হবেন। যে কারণে প্রথম দফয় ১০-৬ ভোটে এগিয়ে থেকেও বিজয়ী হননি বারক্লে। পরে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকার ভোট পেয়ে আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।

পেশাগতভাবে একজন আইনজীবী বারক্লে। তবে ২০১২ সাল থেকে তিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক পদে রয়েছেন। সবশেষ কিউই বোর্ডের প্রধানও ছিলেন তিনি। তবে এখন আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় নিউজিল্যান্ডের পদ ছাড়তে হবে তাকে। শশাঙ্ক মনোহারের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হলেন গ্রেগ বারক্লে।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM