ক্ষমতায় যেতে ওঁৎ পাতা বিএনপির জন্মগত অভ্যাস: কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে ওৎ পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস।

সোমবার (২৩ নভেম্বর) নোয়াখালীতে নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যেই প্রায় সব পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শিগগিরই গ্যাসও সরবরাহ করা হবে।

এসময় তিনি অস্বচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM