আলীকদমে নারী প্রতিবন্ধী কর্মশালা

0

বান্দরবানের আলীকদমে অনুষ্ঠিত হয়েছে নারী প্রতিবন্ধী কর্মশালা।

রোববার (২২ নভেম্বর) দামতুয়া হলরুমে কারিতাস এসডিডিবি প্রকল্পের আওতায় এ কর্মশালায় সহায়তা করে কারিতাস চট্টগ্রাম অঞ্চল।

ফোরামের সভাপতি শৈসামং ম্রো মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ১নং আলীকদম ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন। কারিতাসের ইউনিয়ন এনিমেটর বাজেরুং ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আলীকদম প্রেসক্লাব সভাপতি হাসান মাহমুদ।

এতে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের প্রোগাম অফিসার মৃদুল কর্মকারসহ উপজেলার বিভিন্ন স্কুলের আটজন প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM