কাউখালীতে অস্ত্রসহ যুবক আটক

0

রাঙামাটির কাউখালী উপজেলা থেকে নাছিম চাকমা (৩৫) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী। এসময় তার কাছ থেকে ১টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, নগদ এক হাজার ৬৬০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। নাছিম চাকমা রাঙামাটি জেলা সদরের হাজাছড়া গ্রামের লক্ষীমোহন চাকমার ছেলে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, শুক্রবার রাত ৮টার দিকে নিরাপত্তা বাহিনী কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাজার এলাকার সেনা ক্যাম্পের চেকপোস্টের সদস্যরা একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে নাছিম চাকমাকে আটক করে। এসময় তার কাছ থেকে অস্ত্র এবং নগদ অর্থ জব্দ করা হয়।

ওসি বলেন, শনিবার দুপুরে নিরাপত্তা বাহিনী আটককৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কাউখালী থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM