সিরাজগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে চারজনের আত্মসমর্পণ

0

সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাবের সদস্যরা।

ইতোমধ্যেই ওই বাড়ি থেকে চারজন বেরিয়ে এসে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণ করা চারজনের মধ্যে একজনের নাম কিরণ বলে জানা গেলেও বাকিদের পরিচয় এখনো অজ্ঞাত।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মহিউদ্দিন মিরাজ জানান, আমরা ওই বাড়িটিকে অভিযান চালাচ্ছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরও টিম কাজ করছে। ঢাকা থেকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এসেছে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। গতকাল রাতে রাজশাহী থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার জঙ্গিকে আটক করে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই বাড়িটিতে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়।

জয়নিউজ/পিডি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×