বাসা ভাড়া নিয়ে মদ তৈরি করতো নি মে উ

0

রাউজান পৌরসভায় ৩ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে গড়ে তুলেছিলেন চোলাই মদ তৈরির কারখানা। সেখান থেকে মদ তৈরির পর নানা কৌশলে চলে যেত ক্রেতার কাছে। অবশেষে তাদের সে বাসায় অভিযান চালালো ভ্রাম্যমাণ আদালত।

এসময় বাসা থেকে একে একে উদ্ধার হলো ৪ বালতি মদ তৈরির উপকরণসহ ৬ লিটার টাটকা মদ। এসময় আটক করা হয় নি মে উ মার্মা (৪০) নামে এক আদিবাসী নারীকে।

আটক নি মে উ মার্মা (৪৪)রাঙ্গুনিয়ার পদুয়া এলাকার নিপ্রু মারমার স্ত্রী।

মে উ জানান, তাদের ছেলে-মেয়ের পড়ালেখার জন্য গত চার বছর ধরে পৌরসভার ৩নং ওয়ার্ডে রাউজান হাইওয়ে থানা সংলগ্ন স্বপন পালিতের বাড়িতে ভাড়া বাসায় উঠেন। সেখানে তিনি মদ তৈরি করতেন।

আটকের পর তাকে ৩ মাসের কারাদণ্ড দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  জোনায়েদ কবির সোহাগ।

তিনি জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার সার্কেলের উপ-পরিদর্শক মো. শফিয়া রহমানের সহযোগিতায় ওই বাসায় অভিযান চালানো হয়। এসময় বাসা থেকে মদ ও মদ তৈরির উপকরণসহ এক মহিলাকে আটক করা হয়। তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জয়নিউজ/শফিউল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM