কবরস্থানে গুপ্তধন!

0

রাজশাহীর কাঁঠালবাড়িয়া এলাকায় ‘রাধার ভিটা’ নামে একটি কবরস্থানে সংস্কার কাজ চলার সময় পুরনো দুটি মটকা (বড় পাত্র) পাওয়া গেছে। আর এগুলোর ভেতরে গুপ্তধন আছে ভেবে হুলস্থূল কাণ্ড। দলে দলে লোক ভীড় করেন কবরস্থানে।

জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সকালে পবার হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ লোকজন নিয়ে কবরস্থানের সংস্কার কাজ করাচ্ছিলেন।

একপর্যায়ে মাটি খুঁড়তে গিয়ে দুটি মটকা পাওয়া যায়। কিন্তু পাত্র দুটি দেখতে মুহূর্তের মধ্যেই সেখানে ভিড় জমান স্থানীয়রা। পাত্র দুইটি গুপ্তধন আছে ভেবে তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চেয়ারম্যান থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। পরে সবার উপস্থিতিতেই মটকা দুটি থেকে কেবল মাটি বের হয়ে আসে। কোনো গুপ্তধনই পাওয়া যায়নি।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ জানান, পাত্র দুইটি পোড়া মাটির তৈরি ছিল। মাটি বের করার সময় বড় পাত্রটি  ভেঙে গেছে। আর ছোটটি আগে থেকেই ভাঙা ছিল। গুপ্তধন আছে ভেবে স্থানীয় লোকজন হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে দেয়। পরে খালি পাত্র দেখে সবাই আবার যার যার বাড়ি ফিরে গেছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM