লজ্জার হারে ইতিহাস জার্মানির

0

নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় পেয়েছে বিশ্ব ফুটবলের শক্তিশালী দল জার্মানি। উয়েফা নেশনস লিগে জার্মানিকে এ লজ্জার গ্লানিতে ডুবিয়েছে স্পেন।

উয়েফা নেশনস লিগের ফাইনালে যেতে জার্মানির প্রয়োজন ছিল শুধু একটি ড্র। অথচ সেই ম্যাচেই তারা স্পেনের কাছে হেরেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে! এর আগে বিশ্ব ফুটবলে এত বড় ব্যবধানে কখনো হারেনি জার্মানি।

এদিন জার্মানিকে নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল স্পেন। স্পেনের তরুণ ফরোয়ার্ড ফেররান তোরেস একই করেছন তিন গোল। বাকি তিন গোল করেছেন আলভারো মোরাতা, রদ্রি ও মিকেল ওয়ারজাবাল।

দুই অর্ধেই তিনটি করে গোল হজম করেছে জার্মানি। পুরো ম্যাচে স্পেনের জালে একটি শটও নিতে পারেনি জার্মানি।

জার্মানিকে বিশাল ব্যবধানে হারিয়ে নেশনস লিগে শিরোপা লড়াইয়ে নাম লিখিয়েছে স্পেন। চার নম্বর গ্রুপে ছয় ম্যাচ শেষে স্পেনের সংগ্রহ ১১ পয়েন্ট, অন্যদিকে জার্মানির ৯ পয়েন্ট। অর্থাৎ শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে জার্মানি।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM