নগরে বেড়েছে করোনা রোগী, উপজেলায়ও

চট্টগ্রামে শীত আসার সঙ্গে সঙ্গেই বাড়ছে করোনা রোগী। নগরের পাশাপাশি উপজেলাগুলোতেও প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ১৭৮ জন। এর মধ্যে নগরের ১৪৪ জন এবং উপজেলার ৩৪ জন।

- Advertisement -google news follower

এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ১৫৭ জন। এর মধ্যে নগরের ১৩৩ জন এবং উপজেলার ২৪ জন।

এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬১ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

- Advertisement -islamibank

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩১৮ নমুনা পরীক্ষায় ১৫ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৯৯টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৩ নমুনা পরীক্ষায় ২৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮০ নমুনা পরীক্ষায় ৮ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২ নমুনা পরীক্ষায় ২ জনের দেহেই করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষায় ১৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৯টি নমুনা পরীক্ষায় ১৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২০২টি নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM