বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

0

সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নিয়ন্ত্রণে এলেও পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে  জয়ন্ত কুমার নামের এক ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলি ফজলুল হক জানান, আগুনে বিদ্যুৎকেন্দ্রের বড় তিনটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছি। তবে কতসময় লাগবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM