ক্রীড়াঙ্গন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখছে: মিতা

‘ক্রীড়াঙ্গন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে বিরত রাখে। খেলাধুলা একদিকে যেমন শরীর গঠনে সহায়তা করে অন্যদিকে ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটায়। বাদশা মিয়া সুকানি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে খেলাধুলার মাধ্যমে যুবকদের বিকাশে ভূমিকা রাখছে।’

- Advertisement -

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়। বাদশা মিয়া সুকানি ফাউন্ডেশন আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা।

- Advertisement -google news follower

এদিন সন্দ্বীপ পাবলিক হাই স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মগধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন।

স্থানীয় ইয়নিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান বিএ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সৌম্বদি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, সন্দ্বীপ থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বশির আহাম্মদ খান ও আবাহনী ক্লাব সভাপতি সাহেদ সারোয়ার শামীম প্রমুখ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM