লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

0

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন— চন্দনাইশের বরকল এলাকার নুরুল মেম্বারের ছেলে মো. শাহাদাত হোসেন প্রকাশ রাসেল (৩৭) ও মানিকগঞ্জ জেলার বানিয়াজুড়ি এলাকার কাজী আলতাফ হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (২৬)।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM