প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষে আহত যুবলীগ কর্মীর মৃত্যু

0

নগরের কমার্স কলেজ এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিকে কেন্দ্রে করে সংঘর্ষে আহত যুবলীগ কর্মী মারুফ চৌধুরী মিন্টু (৩৫) মারা গেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনায় আহত মারুফ চৌধুরী মিন্টু শুক্রবার মারা গেছেন। সন্ধ্যা ৬টার দিকে রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আয়োজন করে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারুফ চৌধুরী মিন্টুকে পিটিয়ে জখম করেন অন্য পক্ষের নেতা-কর্মীরা।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM