বন্দরে ২০ দিন পর জাহাজ থেকে নামানো হলো নাবিকের মরদেহ

0

চট্টগ্রাম বন্দরের একটি জাহাজ থেকে এক নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পানামার পতাকাবাহী ‘এমভি নিউ কারেজ’ নামে জাহাজটি এনসিটি-১ জেটিতে আনা হয়। এরপর ওই নাবিকের মরদেহ জাহাজ থেকে নামানো হয়।

বন্দর সূত্র জানায়, মারা যাওয়া নাবিকের নাম জেসি ইকেটার। তিনি ফিলিপাইনের নাগরিক। গত ২৪ অক্টোবর ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে জাহাজেই মারা যান। এরপর মরদেহটি জাহাজেই ফ্রিজিং করে রাখা হয়েছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ যথাযথ কর্তৃপক্ষকে মাধ্যমে ফিলিপাইন পাঠানো হবে।

দক্ষিণ আফ্রিকা থেকে কাঠ ও ইউএন মিশনের গাড়ি নিয়ে বন্দরে ভিড়েছে জাহাজটি।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM